facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১২ মার্চ বুধবার, ২০২৫

Walton

সৌদি আরবে রোজা শুরু কাল, বাংলাদেশে কবে জানা যাবে শনিবার


২৮ ফেব্রুয়ারি ২০২৫ শুক্রবার, ১০:৪০  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


সৌদি আরবে রোজা শুরু কাল, বাংলাদেশে কবে জানা যাবে শনিবার

সৌদি আরবে আজ শুক্রবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, আগামীকাল শনিবার থেকে সৌদি আরবে রোজা শুরু হচ্ছে।

সংবাদমাধ্যম গালফ নিউজের বরাতে জানা গেছে, সৌদি আকাশ মেঘাচ্ছন্ন থাকায় চাঁদ দেখার বিষয়টি কিছুটা বিলম্বিত হয়। তবে চাঁদ দেখার পর আনুষ্ঠানিকভাবে রোজার ঘোষণা দেওয়া হয়। আজ থেকে দেশটিতে এশার নামাজের পর তারাবিহ শুরু হবে।

এদিকে মালয়েশিয়া, ফিলিপাইন, ব্রুনেই ও জাপানে আগামী রোববার থেকে রমজান শুরু হবে বলে ঘোষণা দিয়েছে দেশগুলোর সরকার। অন্যদিকে, অস্ট্রেলিয়া ও ওমানে সৌদি আরবের মতোই শনিবার থেকে রোজা পালন শুরু হবে। এ উপলক্ষে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন।

বাংলাদেশে পবিত্র রমজানের চাঁদ দেখার জন্য আগামীকাল শনিবার সন্ধ্যা ছয়টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

বাংলাদেশের আকাশে রমজানের চাঁদ দেখা গেলে তা জানানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ টেলিফোন ও ফ্যাক্স নম্বর প্রকাশ করেছে। টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭। ফ্যাক্স নম্বর: ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: